আন্তর্জাতিক

এবার ইরানের হামলার ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় অঞ্চলটিতে ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের স্থাপনার ওপর ইরানের হামলার আশঙ্কা বেড়েছে। তাই ইসরায়েলের পর সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিয়েছে বলে শুক্রবার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্সের

প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে গত সোমবার ইসরায়েলি বিমান হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই শীর্ষ জেনারেলসহ ১১ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইরানের হুমকি নিয়েও আলোচনা হয়। ওয়াশিংটন বলেছে, বাইডেন এ ব্যাপারে স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের হুমকির ব্যাপারে ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করে।

এদিকে ইরানের হামলার ভয়ে ইসরায়েলে জিপিএস সেবা বন্ধ রয়েছে। সেখানে সেনাবাহিনীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

Related Articles

Back to top button