আন্তর্জাতিক

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে: জেলেনস্কি

রাশিয়া যেভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, তাতে খুব শিগগিরই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করা ক্ষেপণাস্ত্র ফুরয়ে যাবে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (৬ এপ্রিল) এ কথা জানান। খবর আরব নিউজের।

দেশটির টিভিতে দেয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, যেভাবে রাত-দিন অব্যাহত ভাবে রাশিয়া আমাদের জ্বালানি ও জরুরি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে-এসব হামলা প্রতিহত করতে গিয়ে এ মাসের শেষের দিতেই আমাদের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাবে।

রাশিয়া সম্প্রতি ইউক্রেনে তাদের ক্ষেপণাস্ত্র হামলা আরো জোরদার করেছে। মূলত মস্কো হামলার পেছনে ইউক্রেনের হাত আছে দাবি করে এ হামলা কয়েকগুণ বাড়িয়েছে রাশিয়া।

জেলেনস্কি আরো বলেন, যদি তারা গত মাসের মতো প্রতিদিন ইউক্রেনে হামলা চালাতে থাকে, তাহলে আমাদের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যেতে বেশি সময় লাগবে না।এটা আমাদের আমাদের পশ্চিমা মিত্ররা ভালো করেই জানে।

এ কারণে জেলেনস্কি মিত্রদের কাছে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার আহ্বান জানান।

Related Articles

Back to top button