প্রচণ্ড শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে পূজা
র-আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমান সময়ের তারকারা সব সময় সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিন-রাত যে কোনো সময় সব কিছু শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এখন সংবাদ মাধ্যমগুলো অনেকটা সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। কারণ তারকাদের খবর পেতে হলে তাদের পেইজে চোখ রাখতে হয়। প্রায় সব তারকাই সেখানে তাদের সব কিছু আপডেট করে থাকেন। অসুস্থ্য কিংবা ভালো কোনো খবর সব কিছু শেয়ার করেন।জানা যায়, সামাজিক মাধ্যমে নিয়মিত টলিউড অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন খবরাখবর ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। তবে কয়েকদিন ধরে নেট দুনিয়ায় দেখা নেই তার। কারণ শারীরিকভাবে অসুস্থ তিনি। ভর্তি করা হয়েছে হাসপাতালে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।এদিকে পূজা জানান, বেশ কিছুদিন ধরে ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। অভিনেত্রীর কথায়, শুরুতে খুব ক্লান্তিভাব লাগছিল, ভেবেছিলাম কেটে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বর কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়। অসুস্থতা নিয়ে অভিনেত্রী আরও বলেন, জ্বরের পাশপাশি গলায় সংক্রমণ রয়েছে, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। কোনোরকম খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে।