আন্তর্জাতিক

গাজায় পারমাণবিক বোমা ফেলার সুপারিশ মার্কিন এমপির!

মার্কিন কংগ্রেসে রিপাবলিকান দলের প্রতিনিধি ‘টিম ওয়ালবার্গ’ অতি সম্প্রতি এক বৈঠকে প্রস্তাব দিয়েছেন, আমেরিকা যেমন জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের জনগণের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল ঠিক সেরকমভাবে এখন গাজাবাসীর ওপর একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা উচিত যাতে চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তি টানা যায়।

টিম ওয়ালবার্গের এই বক্তব্যের ভিডিও চিত্র প্রকাশ করে ইরানি সাংবাদিক ‘এলহাম আবেদিনি’ নিজের এক্স পেজে পোস্ট করেছেন।

এক সভায় তিনি প্রস্তাব করেন, যেকোনো উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমূলে ধ্বংস করে ফেলা উচিৎ। আর এই ভিডিওতে গাজা যুদ্ধ অবসানের জন্য মার্কিন কংগ্রেস প্রতিনিধি টিম ওয়ালবার্গ যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন সেটি এর আগে হিরোশিমা ও নাগাসাকিবাসীর ক্ষেত্রে অবলম্বন করা হয়েছিল।

পারমাণবিক বোমা ফেলা, দ্রুতগতির ফলদায়ক টনিক!মিশিগান অঙ্গরাজ্যে গত ২৫ মার্চ এক সভায় ৭২ বছর রয়সি ওই আইনপ্রনেতা তার ওই মনোভাবের কথা জানান।

Related Articles

Back to top button