শিরোনাম
রাজশাহীতে এক লক্ষ ৩১ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্পসহ একজন আটক
রাজশাহী সংবাদদাতাঃ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার বাঘা উপজেলার বলিহার বেতীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নকল তৈরী করা রেভিনিউ স্ট্যাম্পসহ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে নকল রাজস্ব স্ট্যাম্প তৈরী করে তা বিক্রয় করে আসছিল।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে গেট খুলে পালানোর চেষ্টা করে শহিদুল। পরে বাড়ী তল্লাশী করে তার নিজ কক্ষের খাটের নীচ থেকে জাল রাজস্ব টিকিট উদ্ধার করা হয়। শহিদুল ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় প্রতারক আইনে মামলা দায়ের করা হয়েছে ।