রাজশাহী সংবাদদাতাঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে ১৫০ কেজি ও অপর একটি মাইক্রোবাসে ৯০ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার ভোর ৬টার দিকে নাটোরের সিংড়া থানার লালোর বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয় ।গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার মৃত নুরুজ্জামানের ছেলে মো.নুর আলিম সরকার মিলন ,মো. আবু হোসেনের ছেলে মোমিনুল ইসলাম ও মো.জয়নাল আবেদীনের ছেলে মো. হোসাইন আহম্মেদ ।বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোহা.জিললুর রহমান জানান ,গোপন সংবাদের ভিত্তিতে সকালে একটি গোয়েন্দা দল নাটোরের লালোর বাজারে অবস্থান নেই। এমন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়িতে তল্লাশি করে মাঝের সিটের পেছনে রক্ষিত ১৫০ কেজি এবং অপর একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৯০ কেজি গাঁজা পাওয়া যায়। সর্বমোট ২৪০ গাঁজা কেজি এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।