কালাইবাড়ী মাদ্রাসায় নির্মান সামগ্রী দিলেন ইঞ্জিনিয়ার বাপ্পী
নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের কালাইবাড়ী আল ইসলামীয়া দারুল উলুম আল হেরা ক্বওমী মাদ্রাসায় নির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন দিয়ে সহযোগিতা করলেন ম্যাক্স আর্কিটেক ইঞ্জিনিয়ারিং এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম (বাপ্পী)।
চারকক্ষ বিশিষ্ট এই মাদ্রাসার অবকাঠামো অবস্থা খুব বেশি উন্নত না। বারান্দার ছাউনির টিন জরাজীর্ণ এবং ভাঙা। বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। বিষয়টি জানতে পেরে দূর্ভোগ লাঘবে টিন সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন একই ইউনিয়নের মনোহরদী গ্রামের মৃত কামরুল ইসলাম এর ছেলে ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম বাপ্পী। চাকরির সুবাদে তিনি ঢাকায় অবস্থান করেন।
বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম বাপ্পীর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মোঃ সুজন, রেজাউল ইসলাম ও রাসেল মাদ্রাসা কমিটির সভাপতি রফিজুল হকের কাছে সাত বান টিন হস্তান্তর করেন।
এসময় মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন, মুহতামিম হাবিবুল্লাহ বেলালী,শিক্ষক সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।