গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেলেন, হাসপাতালে ছেলে-মেয়ে
![](https://rawnewsbd.com/igoowhus/2024/04/fire-death-1711950547.webp)
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন। ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা সুফিয়া বেগম (৫০) রাত ৮টায় মারা যান। আর রাত ৩টায় মারা যান স্বামী নুরুল ইসলাম নান্নু মিয়া (৬২)।
সুফিয়া বেগমের ভাই আজিজুর রহমান তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। সোমবার তাদের মরদেহ ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামে দাফন করা হবে।
ওই আগুনে দগ্ধ তাদের ছেলেমেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, গণস্বাস্থ সমাজভিত্তিক মেডিকেল কলেজের তৃতীয়বর্ষের শিক্ষার্থী নিশরাত জাহান সাথী ও সাভার মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী আল হাদী সোহাগ।
বুধবার ভোরে ধামরাই পৌরসভার মোকামটোলা মহল্লায় ইতালি প্রবাসী ইব্রাহিম হোসেনের চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। সেহরির জন্য রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজে জমে থাকা গ্যসের আগুনে দগ্ধ হন তারা। সোহাগের শরীর পুড়ে গেছে ৩৮ ভাগ। আর সাথীর পুড়েছে ১৬ ভাগ।