নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ভাটারা এলাকার নূর জুয়েলার্স থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা ও স্বর্ণলংকার উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আট চোরকে গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগ। গ্রেপ্তাররা হলেন– মো. ফারুক, আব্দুল্লাহ আল মামুন, মো. শরিফুল ইসলাম ওরফে জামাই শরূফ, আমির হোসেন, মোকাররম হোসেন ওরফে মনু, ইয়াছিন আরাফাত মোল্লা, মো. পারভেজ ও নুরে আলম সুমন ওরফে ডিবি সুমন।
শনিবার (৫ আগস্ট) রাজধানীর মিন্টু রোডে অবস্থিত কার্যালয়ে আদালতের নির্দেশে নূর জুয়েলার্সের মালিক ফয়েজ আহমেদের হাতে টাকা ও স্বর্ণলংকার তুলে দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
বিষয়টি নিশ্চিত করে ডিবি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, গত রমজান মাসে (১৪ এপ্রিল) রাজধানীর ভাটারা থানার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত নূর জুয়েলার্স নামের দোকানের মালিক ও কর্মচারীরা তাদের দোকান তালাবদ্ধ রেখে ঘণ্টাখানেকের জন্য মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দোকানে এসে দেখেন শাটারের এবং কলাপসেবল গেটের তালা কাটা। ভেতরে সাজিয়ে রাখা স্বর্ণালংকার চুরি হয়েছে। এর পরের দিন এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় চুরির মামলা হয়।
মামলাটি ডিবি লালবাগ বিভাগ তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্তের পর ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার হয়। ডিবি লালবাগ জোনাল টিমের এডিসি মোস্তাফা কামালের নেতৃত্বে ধারাবাহিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আট দুর্ধর্ষ চোরকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১২ লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার।ডিসি মশিউর রহমান জানান, আজ আদালতের নির্দেশে দোকানের মালিককে উদ্ধার করা ১২ লাখ টাকা ও স্বর্ণলংকার বুঝিয়ে দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।